আমার পতাকা, মহান পতাকা/
আমার পতাকা অনেক মহান, হেঁটেছে অনেক পথ,
সেই পতাকাই মুক্তির সুরে, দিয়েছিল তোমার বিজয় রথ।
আজ সেই পতাকাই মূল্যহীন, পৃষ্ট তোমার ভূমিতলে,
তোমার তৈরি তরুণ শিশু, তারে চটকায় পদতলে।
বারে বাহ! সুন্দর অতি, বড়ো সুন্দর,এটাই মনুষ্যত্ব !
বাস্তুহারারে আশ্রয় দিতে আমার পতাকা করেনি কাপুরুষত্ব ।
তোমার পতাকা শিরদাঁড়া হীন, ধর্মান্ধের হাতে,
হিংসার পথে মিলবে’না কিছু, ভাত পাবে নাকো পাতে।
আমার পতাকা সোজা হয়ে দেখো ডাকছে সকল মানব।
তোমার পতাকা যার করতলে তারা তো আসলে দানব।
আমার পতাকা উচ্চশীরে গাইবে মানবতার গান,
তোমার পতাকা দানবের হাতে, নিচ্ছে কেবল প্রাণ।
আমার পতাকা হিমেল হাওয়ায়, ছোঁয় হিমালয়ের চূড়া,
তোমার পতাকা দখলকারীরা খুঁজছে কেবল মৃত মানুষের গুঁড়া।
হায়রে মানুষ, হায়রে বাঙালি !কোথায় হারালে, কোথায় মনুষ্যত্ব?
নিরিহের প্রাণ, নিরিহের মান ধর্মের নামে, এটাতো কাপুরুষত্ব!
আমার পতাকা মাথা তুলে রবে,বলবে,ভারত ধর্মনিরপেক্ষ রবে,
তোমার পতাকা আর কবে বলো, মানবতার কথা কবে???