আমি চলে যাবো, রয়ে যাবে ভালোবাসা _
আমি হীন পৃথিবীতে রয়ে যাবে, আলো আশা।
ভালোবাসা রয়ে যায় স্মৃতি হয়ে,
বেদনাও ফিকে হয়, ক্ষয়ে ক্ষয়ে।
ভালোবাসা সাদা হয়ে যায়, মৃত্যুর পর,
রঙ গুলো রজনীগন্ধা হয়ে, কাঁপে থর থর।
মৃত্যুর পর ভালোবাসা হয়ে ওঠে,
সাদা মালা পরা ছবি ;
কতো রঙ, কতো খুশী, কতো স্মৃতি নিয়ে,
ভালোবাসা লিখে চলে কবি ।