মা ঠাকুমার মুখে, অমর কিহিনীটি শুনি কানে _  
সেই কাহিনী'ই অমর হয়ে, বসে আছে মোর প্রাণে।  
আমার ভাষা বাংলা ভাষা, সেটাই আমার বুলি  _
সেই ভাষাতেই কান্না হাসি, তাতেই কোলাকুলি।
কে তোমরা কাড়তে এলে? মোদের ভালোবাসা !
রক্ত আর প্রাণ নিয়েছ , তবুও দিইনি বাংলা ভাষা।

রক্ত দিয়েছে সালাম,বরকত, রফিক, সফিক,জব্বার
বাহান্নর সেই অমর কাহিনী,তাই আজ পড়ছি বারবার।
বাংলামায়ের শত দামাল, যারা দিলে প্রাণ  _
তোমাদেরই প্রণাম জানাই, তোমরাই ভাষার মান।
যাঁদের রক্তে আমরা পেলাম, আপনাদেরই ভাষা _
শতকোটি প্রণাম জানাই, জানাই ভালোবাসা  ।
২১শে ফেব্রুয়ারি প্রতি বছর, আসবে আবার ঘুরে _
প্রাণ দিয়েছে যারা তখন, তারা আসবেনাতো ফিরে।
তাই বাংলাভাষায় গেয়ে উঠি, বাংলামায়ের সুরে _
এমন মধুর ভাষা পেলামনাগো, ভূ-প্রান্তর ঘুরে।