আগমনী /অনুরাধা চক্রবর্ত্তী।

মাগো তুমি আসবে বলে
আমরা সবাই গুনছি প্রহর,
আসছ তুমি বছর পরে,
বাতাসে তাই খুশির লহর ।

শুভ্র টগর কাশের রাশি,
ফুটছে মাঠে রাশি রাশি।
শিউলি ঝরা পথের মাঝে,
আগমনীর সুর তো বাজে।

মাগো তোমার অপূর্ব রূপ
বিহ্বল  হয় এই যে ভুবন,
তুলসী মঞ্চে জ্বলছে ধুপ
খুশির সুর সারাক্ষন ।

মাগো তুমি জাগাও শুভশক্তি
তোমার মানব ডুবছে অতল
নেই ফেরবার শক্তি,
জাগাও ওদের ভক্তি।

নারী জাতিই ধর্ষিতা আজ
কে করবে প্রতিবাদের কাজ?
মাগো তুমি খড়গ ধরো,
অশুভকে বিনাশ কর আজ।

আগমনীর সুরে সুরে
বেজে উঠুক শুভ-শক্তির ধ্বনি
মাগো এসো নূপুর পায়ে
বেজে উঠুক  তোমার জয়ধ্বনি।।