অদ্ভুত আঁধার /অনুরাধা চক্রবর্ত্তী।
দিনের আলো একটু একটু নিভে আসছে,
অমাবস্যার ঘন আঁধার গ্রাস করছে এখন চারপাশ'কে।
সমাজের উজ্জ্বল মুখ'গুলো কোথায় যেনো হারিয়ে গেলো,
নিখুঁত চরিত্রের সাদা মানুষগুলো হয়তো ঘৃণা নিয়েই ফিরে গেলো পৃথিবী থেকে।
এটাই কি তবে সেই অদ্ভুত আঁধার? ঘন অন্ধকার চারদিকে,
চারিদিকে মুখোশ মানুষের বড়ো ভিড়; আর আছে
মেরুদন্ডহীন চাটুকারদের কোলাহল, ঠেলাঠেলি,স্বার্থ,হিংসা;
প্রতিবাদ এখন ধ্বনি থেকে প্রতিধ্বনি হয়ে,হারিয়ে যাচ্ছে আঁধারে।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এখন,নেপোলিয়ন'কে খোঁজেনা,
খোঁজে খুজলি'র ওষুধ সেলিকল কিংবা বিটেক্স মলম।
তাই চলো ফিরি উৎসবে, ফিরে চলো দৈনিক জীবনে;
সন্তান-হারা মায়ের চোখের জল পাথর হয়ে'যায়, একসময়;
ঘন অন্ধকার চারদিকে এখন, কোনো আলো নেই অবশিষ্ট।
মৃত্যু বার-বার ছুঁয়ে নিতে চায় এখন মানব জীবন কে,
ঘন অন্ধকার লুকিয়ে রেখেছে পাপ, হিংসা, মিথ্যাচার,
অন্যায়, দুর্নীতি আর নারীর ক্ষত বিক্ষত রক্ত ভেজা শরীর;
শ্বাস বন্ধ হয়ে আসছে নির্দোষ আর অসহায় মানুষের।
চরম অন্যায়'কারী খুনি ধর্ষক, তুমি দুষ্টু ছেলে হয়েই খুশি থাকো,
অন্যায় সয়ে সয়ে চোখের দৃষ্টি ক্ষীণ হোক, কষ্টে বুকটা পাথর।
প্রেম প্রীতি ভালোবাসা বিক্রি হয় আজ শপিং মলে কিংবা আইনক্সে।
স্বার্থপর- হৃদয়হীন মানুষ'গুলোই আজ সমাজের মাথা।
তবুও বেঁচে থাকো,খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘনো অন্ধকারে এভাবেই;
আঁধার! অদ্ভুত আঁধার ! আসন্ন তামস যুগে আপনাদের সবাইকে স্বাগত।।