অভয়া নির্ভয়া তুমি/অনুরাধা চক্রবর্ত্তী।

তোমার জন্য কাঁদতে চেয়েও
কাঁদতে পারেনি নারী,
তোমার গল্প করতে গিয়েও
চুপ হয়ে যাই, বুকটা লাগে ভারী।

কান্না গুলো লুকিয়ে আছে,
বুকের ভেতর  ঘরে তাই,
পথে নেমেছি আমরা সবাই,
অভয়ার  বিচার চাই ।

কে করবে বিচার বলো, কে দেবে সম্মান?
বর্বর এই সমাজটারই, কাটা যে দুই কান।
অসুস্থ্য আজ সমাজ বড়ো,প্রয়োজন ডাক্তার,
ডাক্তার হয় ধর্ষিতা, খুন, আসে এরপর মোক্তার।

বিচারের নামে টাকার খেলা,
      বিচার আসবে কবে ?
তাই রাস্তায় চলে মানুষের মেলা,
  জাগরণ এলো সবে।
কাঁদতে চেয়েও কাঁদতে পারোনি তুমি যে অভয়া,
চোখ ভিজেছিল ব্যথার রক্তে আজ তুমি নির্ভয়া।

ভালো থেকো তুমি শান্তির দেশে,
        মুছে গ্যাছে সব রক্ত,
এপারে আমরা অভয়া'র দল
   মন করে ফেলি শক্ত।