এক শারদীয়া সন্ধ্যায় লিখেছিলাম চিঠি
যা তোমায় ভালোবেসে দেবো বলে—
বিবরণ ঠিকই ছিল, কিন্তু তুমি ছিলেনা
পরে ঘুম ভেঙ্গে দেখি— তুমি গেছ চলে,
স্বপ্নের মধ্যেও যে ভালোবাসা, বাস্তবেও ঠিক তাই,
কিন্তু একাকী তন্দ্রাহীনা ভালোবাসা কি সঠিক ?
তুমি ছিলেনা কাছে, ছিলেনা কভূই পাশে
তবু আজও সে পুরাতন স্মৃতি মালার মত ঝুলছে গলায়
স্মৃতি হয়না মলিন কোন ধোঁয়ার কালো ছায়ায়
কারণ তা প্রতিনিয়ত ধুয়ে যায় চোখের জলে ৷
মৃত্যুর সময় ঘনিয়ে এল, বয়েস এখন চার কুড়ি
তবু যেন মনে হয় আমি আছি সেই ষোলতেই,
তুমি এখন কোথায় বা কেমন আছো তা জানিনা
কিন্তু মনে হয় স্কুল ড্রেস পরে দাড়িয়েছ রাস্তায়
আমার ছোট্ট সেই — অনশুয়া....!
একদিন তুমি চলে গিয়েছিলে বধূ হয়ে অন্যথা
হঠাৎ যেন আজ তুমি এসেছ আমার কাছে
বলছ, কি গো সময় হল আমায় দেখা দেবেনা—
তোমার অপেক্ষায় আমি যে দাড়িয়ে রয়েছি
যাচাই করে আর একবার দেখো,
আমি তোমায় ভালোবাসতে পেরেছি কিনা !