কইরে আমার পরান পাখি
      আয়রে ফিরে আয় ...
তোর ভবনের নিঝুম রাতি
     একলা কাঁদে হায়...

জীবনের অন্তরালে....,
     দেখিনি তোরে কভূই,
মুহূর্তেরই আবেশ নিয়ে—
     হ্রদয় পানে ছুঁই ৷

তোর লাগিয়া উজান বহে
     যমুনা কুলের জল,
নিশীথ রাতে তন্দ্রা কহে....
     করিসনা আর ছল—৷

তোর সোহাগের শুণ্য বুকে
     ঘিরেছে এক বাদল,
মনের মাঝে তুই পাপিয়া —
     বাজালিনা আর মাদল ৷