আমার জীবন না হয় মধুর নয়
তবে তুমি ছিলে মোর — মন মাধুরী ৷
কণ্ঠে তোমার বাজল সেদিন—
মৌন বীণায় সপ্ত সুর,
মরুর আবেশে কাটল সেকটা দিন
বর্ষা এল, নাচল নূপুর ৷
তবে কেন এমন হয়....?
যদি না হয় তুমি রহিতে কাছে
শুধু আর কটাদিন পড়ে আছে৷
আমারে বলেছ, স্মৃতির পরশের মত
যদি ফিরে আর নাহি আস কভূ...?
তোমার বসন্ত দেবে হেলায় আশ্বাস
নিঃশ্চিণ্হ হয়েছে প্রান বধূ...৷
এর জন্যে কি এতকিছু ?
আমি জানতাম না—
মিথ্যে হয় বলে কখনও যমুনার জল,
যদি সত্যি হয়,
তবে এ কোন মায়াবী ছল...?
তুমি জান কি পাপিয়া —?
প্রেম তুমি অম্লাণ কিরণে,গেছ নির্বাসনে
খুঁজিয়া কাহার তৃষা —,
আঁধারের মাঝে একলা প্রদীপ শিখা
দিনান্ত কাঁন্দিছে প্রিয়া...৷
তবে এ কেমন ভালোবাসা..?