আমি যদি হতাম প্রেমের যমুনা...
ওগো বন্যা,
দেখাতাম তোরে আমার প্রেমের মোহনা৷
তোরে নিয়ে স্বপ্ন কত!
খেলিব দু'জনা....,
তবে আজ আমি জলহারা নদী, তাই অলীক কল্পনা ৷
মোর ভাব সাধনায়;
সাধন পাখি তুই....
দূর থেকে তাই মনের পরশ লাগিয়ে তোরে ছুঁই৷
জীবন পথে আঁকা, বাঁকা
ছুটিয়াছি কত,
ঝরনায় ঝরেছি কত, কত পথ হয়েছে গত ৷
আজ মিলনের সন্ধিক্ষনে—
তোরে নিয়ে ভেসেছি স্বপ্নে,
তাই বলি বর্ষা তুমি, এসো আমার প্রানে ৷
উপচে পড়ুক নদীতট
আসুক স্নেহধন্যা....
সাগর বুকে আছড়ে পড়ি নিয়ে যে আমার বন্যা ৷