বড়ই আজ আবছা হয়েছে সমাজ আয়নাটা,
আজ কাল আর বাতাসে নড়ছে না ধর্মের কাঁটা।
প্রতিচ্ছবি দর্শনের আশায় সামনে দৃষ্টিপাত,
কোনো ছবিই অপ্রকাশিত, কেবল অদৃশ্য কালো রাত।
আলোটা জ্বালাতে গিয়েও, উৎসের প্রতিঘাত,
আচড়ে পড়তেই দেখি কাদের সব কালো হাত।
ভোরের আশায় দোর খুলতেই হঠাৎ কপাটাঘাত,
কারা যেন চিৎকার করে বলে এই সমাজে এখনো রাত।
সব উৎস হারিয়ে আজ আমরা নিষ্ক্রিয়,
হারিয়ে গেছে এখন ভোরের সমাজ সৃষ্টিও।