মুক্তির পথ
© অনুপম ®
দিন যায় দিন আসে, বছর যায় বছর আসে
তোমার স্মৃতিখানি ভাসে চারুহৃদাকাশে...
ফাগুন দিনে বসে দু’জনে অজয় নদকূলে
চেয়েছিলুম নয়ন পানে, সময় চেতনা ভুলে...
হঠাৎ দেখি-হারায়ে গেলুম গোধূলির খেলাঘরে
অজান্তেই কুসুম হারা; ব্যস্ত কেবলি স্ব-বিস্তারে-
আপন গরিমা গড়তে ,ডেকে আনি বিফলতা!
দেখে আমার অপচেষ্টা, নির্মম হাসেন বিধাতা !
ভাবনা ভাবনার জন্ম দেয়, এ জগৎ নয় ভাবনাময়
জিনিবার উপায় অন্তর্নিহিত নির্মোহ সুচেতনায় !
কর্মীর নৈপুণ্যতা, কর্মক্ষমতায় সুগন্ধিত হয় ধরাময়
রোগ, জ্বরা,মৃত্যুর মু্ক্তি স্বকর্মেই-কহেন মহাশয়।