রাহুগ্রাসে বাংলাদেশ
যা দেখি এ বাংলাদেশে, বলার ভাষা হারাই এক নিমিষে
উদিত সূর্য অস্তরাগে, ক্যামনে গেলে তারে রাহুগ্রাসে!
মৌ-লোভী ঔ মোল্লারা করছে শাসন দেশে
বকলমে সরকার তাই কেবলি আঙুল চোষে!
কুচক্রীদের যোগ্য সাজা- ঘোষণা করছে সরকার!
দেশটা গেল ছারখারে, আফিম নেশায় চলছে রাজাকার
অশিক্ষার আফিম যেন শেখায় সকল মাদ্রাসা
ধরম শেখানো ভাওতা যেন, হিংসা, দ্বেষে আকন্ঠ ঠাসা!
হাতে লাঠি তলোয়ার নিয়ে মিছিল করছে সারাক্ষণ
ইচ্ছে খুশি হিঁদুর বাড়ি ঘরে অতর্কিতে নির্বিচার আক্রমন
বাড়ির ‘পর বাড়ি পোড়ায়ে করছে ছাই
“ মালাউনের যুবতী মেয়ে পেলে - বলছে,ছাড়া নাই”
নিজের দেশে উদ্বাস্তু হচ্ছে সকল সনাতনীরা
অশান্তির আগুনে পুড়ে আজ তাঁরা সর্বহারা
রাষ্টযন্ত্রে শোষিত পেষিত পদদলিত সংখ্যালঘু
জানে না মুক্তির পথ, মুখে তাই বলেনা জয় রঘু!
ভীত সন্ত্রস্ত সনাতনী, ভুলে গেছে গীতার বাণী
জানে না, কেমনে তারা জাগাবে সব্যসাচীকে টানি!
ধর্মযুদ্ধে আত্মত্যাগে মেটাতে হবে জন্মভূমির ঋণ
শান্তি রবে যে অধরা, যদি না বাজে প্রলয়ের বীণ!
জমদগ্নির পুত্রের কুঠারাঘাতে ধরণী পেলো শান্তি
অর্জুণের চাইতে কে এনেছিল পৃথ্বীতে বড় ক্রান্তি?
সময় এসেছে, নাও তুমি পার্থের গাণ্ডীব হাতে তুলে
হবে তুমি কৌন্তেয়, এগিয়ে যাও আপন হৃদয় খুলে!
জেনো, জীবনদাত্রী পার্থসারথি রক্ষা করবে তোমায়
কৃষ্ণের মুখ: নিসৃত গীতার বাণী কভু বিফল না হয়।
— অনুপম