সাধারণ মানুষ-১:-
সময়ের অগ্রগতিতে হয়েছে যুগের পরিবর্তন
অশিক্ষা কুশিক্ষার জ্ঞানে হয়েছে ভারি পরিবর্ধন!
জন্মদাতা ওদের নয় গো মানুষ আর;
দায়িত্ব নিয়ছে এবার--রক্তচোষা শকুন!
পোশাকি নাম প্রাইভেট হাসপাতালের ডাক্তার!
সাধারণ মানুষ-২:-
তোমরা বলো খুব সুন্দর কথা; মানবিকতা!
তা দিয়ে বানিয়েছে ওরা আপন পায়ের জুতা!
তার পদাঘাতে হবে ক্ষত বিক্ষত রোগীর দেহ,
প্রতিবাদ, প্রতিরোধ করার নেই সমাজে কেহ!
সাধারণ মানুষ -৩:-
চিকিৎসার নামে জ্বালায় ওরা মানুষের চিতা
চোখের জলে রোগী খোঁজে তাদের পরিত্রাতা।
জানে না, ওরা সে আশার গুড়ে পড়বে বালি
এদিকে ওদিকে ধর্না শুধু হবে যে পকেট খালি
কবর খোঁড়া চারিপাশে, ঢাকছে যেন চোরাবালি
গাছ কি কখন বাঁচে,গোড়াই যদি কাটে মালী!
পলিটিকাল নেতা-:-
দেশ জুড়ে জুয়াচুরি,নাই কোথা নিয়মের বালাই
পয়েন্ট ব্ল্যাংকে পিস্তল রেখে করে রোগীকে সাফাই
রোগীর কিছু হয়ে গেলে মুখে বলে কানাই!কানাই!
ভুলে গেছে ওরা, জনতা জেগে গেলে দেবে গণ-ধোলাই
ঠিকমত পেলে উত্তম মধ্যম নরখাদকরা বলবে পালাই!
বাস্তবতার অনুধাবন :
হয়তবা দুটোর একটিও নয় মূল সমস্যার উত্তরণ
গরীবের বাঁচার পথ খুঁজে না পাই,আছে শুধু মরণ!
সাধারণের বাঁচার সমান অধিকার দিতে হবে সমাজে
এই কুকর্মে আর কতদিন বঙ্গমাতা মুখ লুকাবে লাজে!
©অনুপম