আজকের দিনে এসে ছিলে জীবনে অর্ধাঙ্গিনী তুমি
মেঘমালার জলে ভিজালে মোর প্রণয়ের বেলাভূমি
হরষিত চিত্তে আমি, যাই ভিজে যাই তোমায় ছুঁয়ে
ভালবাসার স্বপ্ন আমার,স্বপ্ন দেখি তোমায় নিয়ে
পুণ্যতিথির সেই শুভক্ষণে এলে তুমি শান্ত চরণে
সাজালে তোমারে আলাম্যান্ডা ফুলের হলুদ বরনে
জীবনের দুকূলে প্রবাহিণী তুমি অলকনন্দা রূপে
চকিত হইল আলয় মোর বিচ্ছুরিত পঞ্চপ্রদীপে
চলছি ছুটে পবন বেগে তোমার নায়ে উজান বেয়ে...
বাকি ক'দিন যাবে কেটে ভালবাসার গান গেয়ে
দিবা রাত্র কাটবে মোদের আশার তরী বেয়ে
স্রোতস্বিনী মন্দাকিনী বইবে সেথা খলখলিয়ে
জীবনে দুঃখ যদি আসে কভু, হবে অর্ধ তোমার পরশে
সুখ আবার আসবে সেথা আমাদের যৌথ প্রয়াসে
দুঃখ কান্নার দোল দোলান ছুঁয়ে যদি যায় গো পরাণ
সুখস্মৃতির দিনগুলি তখন ভাঙবে তোমার মান অভিমান
কেটে যাবে কষ্টের রাত, ঝলমলিয়ে আসবে সুপ্রভাত
কষ্ট জয়ের আনন্দে যাব ভুলে জীবনের ঘাত প্রতিঘাত
আশাকরি মধুর এই শুভদিন আসবে ফিরে বারেবারে
সুখের মলয় বইবে সদা, প্রণয়ঘন আমাদের নীড়ে
তোমার কূলে বেঁধে তরী, রচিব সেথায় স্বর্গপুরী
ভুলে লুকোচুরি, আঁকি চুম্বনচিহ্ন পিয়াসী তোমার ঠোঁট ভরি!
* বিবাহ বার্ষিকী (১১ই ফাল্গুন)উপলক্ষে লেখা কবিতাটি আমার সহধর্মিণীকে উৎসর্গীকৃত।
© অনুপম