সপ্ত দরিয়ায় ভাসায়ে মোরে,
  মাগো,কেন বারে বারে
                        পরিখিস্ এ অধমরে!
                        
  ও হে অরূপী, তুই শতরূপী
  এ কোন রূপে সাজালি মোরে...
  
                           নিবি যদি তুই শূন্য করে
  কেন তবে তুই দিয়েছিলি ডালা ভরে
                                  আমারে পূর্ণ করে!
  
যাবি যদি তুই চলে, আমারে আঁধারে ফেলে
ধরা তবে তুই দিয়েছিলি কেন অন্তঃস্থলে

এই যদি হয় তোর মনের সাধ
চোখের জলেই নিভাবো সকল প্রমাদ
             আমরণ পূজিব তোরে নয়ন সলিলে!

শেষের খেয়া আমি ভাসাবো দুখের সায়রে
অনুপম বলে মাগো পার করে দিস্ মোরে!
                      মাগো, পার করে দিস্ তীরে...

সপ্ত দরিয়ার ভাসায়ে মোরে
                              কেন পরিখিস্ বারে বারে
মাগো, কেন পরিখিস্ এ অধমরে!!

© অনুপম
রচনাকাল : ২০.০২.২০১৭