বিহগ মনে কত না কথা, কত না সুর জাগে
ফুলকলির ওই ফুলের দোলা হারায় অস্তরাগে
মনের মাঝে বাজে যেন বিষাণ বীণার ঢেউ
বিজন বাতাস উদাস করে রাখে নি মনে কেউ!
হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ভাসে মনের আয়নায়
জোছনা রাতি পথ হারায়ে কেঁদে ওঠে নীল বেদনায়
অনিন্দ্য সেই ভাললাগা মুহূর্তরা ছেয়ে ছিল নানা রঙে
বন পলাশীর পল্লব বীথি কেঁদে ফেরে জল তরঙে
স্বপ্নিল সেই ভাবনাগুলো কোথায় যে উবে যায়
উদাসী মন আঁকে না রামধনু আর জীবন খাতায়
শুভ্র বলাকা হলো ডানাহার ওড়ে না আজি নীলিমায়
হিমেল হাওয়া দোলা দেয়, শুধু দোলা দেয় হিয়ায়
রঙ পেনসিলে আঁকা সোনা ঝরা বিকালগুলি
আজকে কোথায় হারিয়ে গেছে! গাহে বেদনার বুলি
জলমুকে ঢাকা আকাশে দেখি না রাতের তারা
চোখের পাতায় জল ভরে যায়, হলুম সাথী হারা
আয়রে সাথী কোলাকুলি করি, আবার দু'বুক মেলাই
বন্ধু আমার, কেমনে চলে গেলি তুই, আমাকে ছাড়াই?
খুঁজিলাম আমি দেশ বিদেশে, তোর মতো বন্ধু মেলে নাই
দু'হাত জুড়ে প্রার্থনা করি, আর জন্মে যেন তোকে পাই!
© অনুপম