নাহি আজি আর মনে কোন আড়ি
জীবন নদে তোমা লয়ে দিবো পাড়ি
দূরে ওই দীপ্ত শশী! কী অপূর্ব শোভা
নদীর তরঙ্গে বিস্তৃত সোনালি আভা...
দেখো, রঙে রঙে সাজায়েছে বসুধা
ঢেউয়ে ঢেউয়ে বিতরিছে তারই সুধা
রূপালি স্বপ্নগুলো সমুখে চলে বেগে
মধুকর কোলাকুলি করে পদ্মপরাগে!
কুসমী ফুলরাজি গন্ধ ঢালিছে কুঞ্জে
ভ্রমররা হারিয়েছে পথ গুঞ্জে গুঞ্জে
ফাগুনের হাওয়ায় দুলিছে কিশলয়
কলরবী পাখির কূজন ভুবন মাতায়!
তুমি আমি আজি বসিয়া নিরালায়
প্রণয় কথায় জুড়াবো তৃষাতুর হৃদয়!
আঁকি তব হৃদে ভালবাসার প্রলেপখানি
কী চুম্বকীয় আকর্ষণে নিলে মোরে টানি!
অনিমেষই তোমাকে সঁপে দিলে আমায়
তোমার পরশ, তনুতে শিহরণ জাগায়!
ক্ষণিক বাদেই ভেঙে গেল মোর ভুল
দেহ নয়, আত্মার মাঝেই ফুটিছে ফুল!
দেহের মিলন পারেনি দিতে পরম সুখ!
বার বার তাই ধরণীতে আসিয়াছে দুখ!
অনন্ত সুখ আনিয়াছে শুধু আত্ম-মিলন
দু'আত্মার মিলনেই মেলে শান্তি চিরন্তন!
© অনুপম