সময় হয়েছে যাবার;এবার চলে যেতে চাই
ফিরিবার আশা আর নাই!
ধরণীর বুকে ছিল যত দিন মোর রেশ
রোমে রোমে তার জড়ানো ছিল আবেশ
বালিয়াড়ির ঝড় নিমিষেই করে দিল শেষ
ভেঙে গেল ভালবাসার ঘর, রইলো না বিশেষ
নিতে চাই আমি তাই অন্তিম নিশ্বাস
চালুনির ফুটো গলে হাবুডুবু খায় বিশ্বাস!
স্বপ্ন ছিল বসুন্ধরার বুকে পদচিহ্ন এঁকে দিবো
বাঁধনহারা বলাকার মতো নীলকাশে পাড়ি দিবো
করবে না কেউ মানা...
মনের মতো করে চিনে নেবো অচেনা!
আশা ছিল-- দু'একটি সুর দেবো রেখে তোমার জন্য
তুমি আসবে বলেছিলে আমায়; ও গো মোর বন্য!
নিশুতি রাতের সে অপেক্ষা দেখেনি কভু আলোর মুখ
তাতে কী? শেষ যাত্রায় নাই আর কোন দুখ
সবাই তো সুখী হতে চায়, ক'জনের ভাগে জোটে সুখ!
মোহমায়ার জাল ছিড়ে আমি যেতে চাই
সময় হয়েছে যাবার, ফিরিবার আশা আর নাই
এবার যেতে চাই, চলে যেতে চাই...
© অনুপম