সেজেছি আমি আজি শ্বেতচন্দনে
তুমি চেয়েছিলে বলে
ধ্যানে মগ্ন তোমার একাগ্রচিত্ত মনে
সঁপি প্রাণ তব অঞ্চলে!
নাহি নাহি নাহি করিব না, মানা
নাহি বিষাদ নাহি তাড়া
এক পলকেই হল তোমাকে চেনা
তোমাতেই সকল হারা!
জীবন মাঝে কত চাওয়া পাওয়া
আছে যত এই ভুবনে
করিবে না আর পিছু পিছু ধাওয়া
মুক্তি মোর তোমার দানে!
তোমার রাঙা অশ্বরথের আগমনে
শুনি কী অপূর্ব বাণী!
নির্ভয় হিয়া মোর, তোমার স্মরণে
চিত্ত আজি পুষ্পদানি!
বিধৌত করিয়া মনের মলিনতা
মরণ,ডাকিছি তোমায়;
এসো এসো এসো কাছে সবিতা
রবির আলোক ঝরণায়।
মরণ, তুমি মোর শ্যামাঙ্গিনী রাধা
ত্রিভুবনের একমাত্র সত্য
আজি তোমার কোলে পড়িব বাঁধা
আনন্দে গাহে মোর চিত্ত!
© অনুপম