মধ্যরাতে আঁধারের নিঃসঙ্গতা চেপে দেয়,
বুকের মাঝে পাষাণ কষ্ট;
সঙ্গিনীর খোঁজে অনবরত পাখা ঝাপাটানো,
বেদনার ঝড় তোলে প্রবাল দ্বীপ;
নীল সমুদ্রের গাঢ়নীল মনের অভিব্যক্তিকে পরায়
ঝা চকচকে লৌহ শিকলের বেড়ি;
ক্লান্ত নাবিক হারিয়ে ফেলে দিশা...
পচনধরা শবদেহের দিকে তাকানো লোলুপ্ত শকুনের চোখ;
বিজন দ্বীপের প্রবাসীর মতো নিজের সাথে অনবরত কথোপকথন,
ভালবাসার কাঙালি মন সাজায় নিজের মরণ চিতা;
সোনালি রোদে ঝলমল দারুচিনির দেশে নেমে আসে গহীন অন্ধকার;
জীবনের সব লেনদেন শেষ হয় ভূমধ্যসাগরীয়
নোনতা ফেনিল সমুদ্রে...
তবুও বেঁচে থাকা তোমার স্মরণে
রক্ত চলছে দ্রুতবেগে আশার বুননে...
বাঁকা চাঁদ অলক্ষ্যে হাসে অখেয়ালী কার্যকলাপে!
শুকায় নদীর জল নিজ দেহের তাপে!
© অনুপম
রচনাকাল : ০৯.০২.২০১৭ @দুবাই।