সনেট সম্পর্কে আলোচনা : মতামত আকাঙ্ক্ষী
বেশ কিছু দিন হল আসরে কবিতা প্রকাশ করছি,কিন্তু সেগুলো কবিতার পর্যায়ে পড়ে কিনা, সে আলোচনা করা এ লেখার উদ্দেশ্য নয়।তবে, এ কথা বলা বোধহয় অনুচিত হবে না যে, এই আসরের অনেক বিদ্যার্থীদের মত আমিও আসরের অনেক নামী, গুনী,এবং অনেক সহৃদয় কবি বন্ধুদের মাধ্যমে অনেক কিছু শিখেছি এবং শেখার চেষ্টা করছি।যেহেতু নামের তালিখাটা খুবই দীর্ঘায়িত, তাই আমি শুধু বলব যে, সকল পাঠকবর্গ এবং গুনী কবিদের নিকট আমি ঋণী এবং কৃতজ্ঞ।
কবিতার প্রতি নূতন করে অনুরাগী হওয়াতে, অনেক খ্যাতনামা কবিদের কবিতা নূতন করে পড়ে চলছি, সেই সূত্রেই অমিতাক্ষর বা বাংলা "সনেট" সম্পর্কে জানতে খুবই আশা প্রকাশ করছি।
এমনকি 'অহমিকা' (সনেট)নামে আজ একটা কবিতাও প্রকাশ করে ফেললাম। কিন্তু, আমি সঠিক ভাবে জানি না এটা সনেট কিনা।
তাই আশাকরব আসরের নামী, গুণী, ছন্দ বিশারদ কবিরা এগিয়ে আসবেন দিক নির্দশনের জন্য।
আলোচনার সুবিধার্থে, আমার প্রকাশিত প্রথম লিখিত সনেট কবিতাটি নিম্নে দেওয়া হল :
অহমিকা (সনেট-১)
-------অনুপম
তোমায় নিয়ে গড়া আমার জীবনের
প্রতি পাতা পাতা।গিরিতুল্য বিবরতা
কোয়ায় কোয়ায় গড়া মিলন-শুন্যতা,
হুতাসনের দগ্ধি তেজ করে অধীর
পলে পলে অনুভবী আগত অস্থির
নয়ন থাকতেও কেন হল না জ্ঞাত--
কর্ণ আছে তবু কী,হল না কিছু শ্রুত
জ্ঞানের অহং : সারা জন্মই অসম্মত!
এ কী নিদারুণ পরিহাস! গোড়ামির
ফাঁস! আজনম মানবের ইতিহাস
শুন্যে ছুটে চলা, আপনাকে করে দাস
বাতাসে বাতাসে পাই বিতংস-আভাষ
ভাল ছিল হোতুম যদি অন্ধ-বধির
ঈশ্বরে থাকত দৃষ্টি, প্রাণ হত স্থির!!
জ্ঞানী কবিরা এই উদাহরণের ভিত্তিতে আলোচনা করে এই কবিতা অনুরাগীর ভুল,ত্রুটি ধরায়ে দিলে,বড়ই উপকৃত হব।
ধন্যবাদান্তে, অনুপম মন্ডল।