কবি খান লোকনাথীর দ্বিশততম কবিতা "পূর্ণতা কত দূরে" উপলক্ষে:
"পূর্ণতা নয় দূরে",
স্বাগত ঘরে, অনতিদূরে।
রস তাল সুরে সুরে ভরে
কামিনী কাঞ্চন রূপ ধরে
নাকউঁচুকেও মোহিত করে--
তাই তো
আজ নেই কোন কৃপণতা,
উজাড় করে দিতে চাই
জীবনের সব বন্ধকতা
বাতাসে বাতাসে ছড়ায়ে যাক
প্রফুল্লতা। সবুজের সীমানায়--
উল্লাসী মন আবেগ মথিত কন্ঠে
বলেছে, আর শুধু বলছে,
অভিনন্দন!হে বন্ধু,অভিনন্দন!
শুভ প্রত্যুষের সবিতার মুগ্ধতা
জাগায়ে তুলুক একনিষ্ঠ সংকল্প
যার স্পর্শে সৃষ্টি হোক কালজয়ী কবিতা
তোমার লেখনীর মাধ্যমে, আর
চিরস্থায়ী হোক পাঠকের মননে ও হৃদে
মিটে যাক তাদের দেমাগি মস্তিষ্কের খিদে
বিন্দু বিন্দু রসকণায় ভরে যাক শূন্যতা
তেজ,রস,ক্ষিপ্রতা আনুক জীবনের পূর্ণতা।
মানব কল্যানে।
ষোলকলায় পূর্ণ শশীর আলো অকৃপণ হস্তে
বিতরিত হোক জনে জনে।
দ্বিশততম কবিতার সৃষ্ট আনন্দে জন্ম দেউক
আরও শতে শতে।