হে   মহাজীবন


তোমার চলার পথ ছিলনা কভু সরল রেখায়
দেহ তোমার আবৃত সুনিটোল বঙ্কিম লতায়
অনিন্দ্য সুন্দর এ বসুন্ধরার আনাচে কানাচে
খুঁজি ফিরি তোমায় রাত্রি দিবসে, অনিমেষে
হৃদয়ের সব পুঞ্জীত আশা সাজাই থরে থরে
যখন ভাবি তোমায়, মন চলে যায় গভীরে
আরও গভীরে।সোনার হরিণ তুমি থাকো অধরা
তোমার লাগি পথের বিবাগী, হয়েছি যে সর্বহারা
হে মহাজীবন, তোমার তরে বারেবারে এ আকিঞ্চন
প্রতি প্রতি পলে পলে নিজরে করি বৃথা অভিযোজন!

তবুও চলা সমুখের পানে, সোনালি আলোর সন্ধানে
ভুলি সকল বিফলতা, একটুখানি জীবনের টানে,
পঙ্কে আবার ফুটবে নীলেৎপল, শুনব পাখির কলতান
আড়ল হবে ক্ষণিকের মেঘ, কহে মোর অভিপ্রায়ী প্রাণ।

@ অনুপম