দয়াময়
আজিকে প্রত্যুষে চিত্ত হাসে
কোন এক সুদীপ্ত প্রভাসে
নাচিয়া উঠিল হৃদমম
অন্তরেই স্মরি প্রিয়তম
অন্তর ঘুচিল অশ্রুজলে
সঁপি দেহ তব শ্রীকমলে।
এ কী মহাজাগ্রত বিস্ময়
তব করুণা ভুবনময়
প্রণি অহং তব পদতলে
ও হে দয়াময়। গাহি সদা
তব গীতি, লুটি তব প্রভা;
শ্বেতচন্দনে আঁকি যে দিঠি
পূজি আমরণ তব মূর্তি
প্রেমসুধায় করি আরতি
সিক্ত তনু যে অশ্রুসলিলে—
অবিকিশত তোমার রূপ
অননুভূত তব স্বরূপ
স্বর্ণরৌপ্যে গড়া দেবালয়ে
পূজি তাই তোমারে হৃদয়
অন্ত:স্থলে—আপন ভুলায়ে;
ভুলি মনব্যথা তব কৃপায়
ও হে প্রভু, ও হে দয়াময়।
@ অনুপম
রচনাকাল: ৩০.০৮.২০২০, বাগুইআটি