গোলকধাঁধা (সনেট)
দেখতে দেখতে সময় হলো যাবার
মানস চক্ষুতে দেখি যেন নিরাকার
মম জীবন ঘাটে, কে বাঁধল তটিনী?
ত্বরিতেই যাবো, সে কথা কভু ভাবিনী
কী আমি পেলুম গোলকধাঁধার নীড়ে!
হিসেব নিকেষ রাখতে আর পারিনী;
আশার ফসল যেন বিনষ্ট অঙ্কুরে,
ভব সাগরে ডুবে তরী, ফেরে না তীরে।
হায়রে বিধাতা, কে জানে তোমার খেলা!?
কেমনে কাটল দিবা,সাঙ্গ হলো মেলা
সারাকাল মায়াজাল রাখে মোরে ঘিরে
কেন তবে আসা যাওয়া পৃথ্বী মাঝারে?
আত্মশুদ্ধির প্রয়াস হলো যে বিফল
জীর্ণদেহ রয় সর্বদা অ-পরিমল!
@ অনুপম
রচনাকাল: ২৬.০৮.২০২০ সন্ধ্যাবেলা, বাগুইআটি