স্বপ্ন জয়ের চাবিকাঠি


স্বপ্ন যদি স্বপ্ন হয়, ধরা ছোঁয়ার বাইরে রয়
শুধু থাকে মানসপটে আঁকা,
সেই স্বপ্নের সাথে কেমনে হবে তোমাদের পরিচয়
যদি না মেলে বাস্তবের পাখা?

স্বপ্নের সাথে যদি করো আপন কর্মের সুদৃঢ় বন্ধন
একদিন আসবে সোনার ফসল
এতো অমোঘ প্রবাদ, বসুধার বুকে সত্য চিরন্তন
নিজ প্রচেষ্টা কভু না হয় নিষ্ফল।

আপন হাতে চাষো জমি, বুনো তাতে স্বপ্নের বীজ
দিও আলো বাতাস আর জল
আরও মিশাও পরিশ্রম সিক্ত ভালবাসার খনিজ
বাস্তবিত হবেই স্বপ্নের অবিকল।

@ অনুপম