হালচাল

@ অনুপম

দেখতে দেখতে চলে এলো চার সাল
'আচ্ছে দিন' ধোঁকায় ঢাকা- দেশের কী যে হাল...
নোটবন্দী ভাঙছে অর্থনীতির মাজা,
নীরব মোদী পালায় দেশ,গরীবলোকের সাজা।
আধার কার্ডের আঁধারে দেশটা গেছে ঢাকি
ফুড়ুৎ করে উড়ে গেল ললিত-বিজয়-পাখি!

মসজিদ ঢাকে গেরুয়া রঙে, পুলিশ বাড়ায় কারবারী
বিচার করে মিডিয়া রাজ, দিন-দুপুরে তরবারি
কেউবা ছোড়ে গোমাংস মন্দির-কীর্তন প্রাঙ্গনে
দাঙা এবার বাঁধাতে হবে,কহেন ব্যাটা মনে মনে...
যেমন করেই হোক, জিততে হবে ভোটের বাজি
আইটি সেলের পোলাপান করবে যে কারসাজি!

মন্ত্রীত্ব যে আমার -বিদেশ ভ্রমণ তাই জন্মগত অধিকার!!
কী যায় আসে- দু'-চারজনে যদিবা করে চিৎকার।
জিজ্ঞেস  করে হিসেব-টিসেব? কেমনে ব্যাটা মাতব্বর?
যতই করো RTI, খুঁজে পাবো ফাঁক-ফোঁকড়,
নিজের চরকায় তেল মারো, পরের গাত্র ছাড়ো
নইলে বাপু পড়বে ফাঁদে, সেডিশনের ডরটা মনে করো।

দু'কোটি চাকুরীর প্রতিশ্রুতি-কে বা মনে রাখে
"রাম মন্দির"বানাতে হবে, উলু দাও- ফুঁ মারো শাঁখে।
তেলের দাম আকাশ ছোয়া, আমি কী বা করি
বিশ্ববাজার ঊর্ধ্বমুখী কেমনে যে লাগাম ধরি!
বাজেট যায় পার্টি-তহবিলে,নাই নকরী সরকারী
মাখো ময়দা, ভাজো পকড়া, বেচো পাইকারী!

ট্যাক্স দিয়েছে জনগণ, কাঁটব বুলেট ট্রেনের লাল ফিতে
ব্যয় করবো ইচ্ছামতো, দেশ চালাব খেয়াল খুশিতে
মৌন-মোহন হবো আমি, যদি না থাকে প্রশ্নের উত্তর;
খাবার দিতে না পারলে, ছোট্ট হনু পাঠাবো হর-ঘর!
স্কুল, কলেজ,শিক্ষক ছাড়া ভারতবর্ষকে বসাব শ্রেষ্ঠাসনে
নতুন ভারতে, নতুন স্বপ্নে, বিভোর জনতা আমার অধীনে!!

রচনাকাল: ০৪.০৩.২০১৮