শেষ অভিপ্রায়
@অনুপম

যাব চলে একদিন, যেমনি করে সকলি চলে যায়
নিয়মের হাত ধরে পূর্ণ হৃদয় মহাশূন্যে মিলায়...
এর ব্যতিক্রম হবে না যে কোন দিন,
ভূত,বর্তমান, ভবিষ্যৎ এ নীতির অধীন।

তিক্ত নিক্তিমালার কঠোর-কঠিন-বাস্তব-ব্যঞ্জনায়,
তোমরা নিশ্চয় ভুলে যাবে আমায়———

নেই তাতে কোন ক্ষোভ, কোন বেদনা;
সর্ব মঙ্গল্যে ভরুক বিশ্ব-ভুবন; এই মোর কেবলি কামনা...

সুন্দর এই ধরণীতল, হোক সুশোভিত, হরেক রাঙা ফুলে
গোধূলিকালে ধেনুরপাল, উড়ায়ে ধূলি-চলুক দলে দলে।
রাতের আকাশ যাক সে ছেয়ে, ঝলমল তারার আলোতে
মাতুক বিশ্ব বিহনকালে, কূজনরত পাখির কলকাকলিতে।
সোনালি ফসল ফলুক মাঠে মাঠে
জাত-জাতি-হীন বসুন্ধরা যেন জেগে ওঠে পূরবী গীতে!
হিংসা, দ্বেষ, দ্রোহ ভুলি মানুষ যেন মানুষ হয়
বিশ্বপিতা একই সবার, এটাই যেন হয় পরিচয় !