ভেঙে দাও হে রুদ্রপতি
© অনুপম
ভেঙে দাও, ভেঙে দাও,ভেঙে দাও হে রুদ্রপতি
পাশুপাতীয় অগ্নিকণায় আসুক জগতের ইতি
ধ্বংসলীলায় জ্বলুক পৃথিবীর সৃষ্টি
কৃষ্টিহীন বিশ্বভুবন চাইছে নিষ্কৃতি
প্রাণহীন জীবনে হয় না কভু প্রগতি
অনাসৃষ্টির বড়ই বাজার দর---
ভালবাসা শেকল বন্দী! মেলে না অবসর
মনুষ্যত্ব সতত শ্বাপদের পদানত;
রক্ত ঝরছে সর্বশরীরে, দেহ ক্ষত বিক্ষত;
রক্ষক যেন এথা ভক্ষক সাজি
চণ্ডাল বেশে তাণ্ডব নাচে আজি।
সীমাহীন ঔদ্ধত্য, মিথ্যাই প্রকৃত সত্য!
পর-আপন, আপন-পর, সদাই নিত্য
সূর্যকিরণ তমাচ্ছন্ন, নামছে গহীন নিশুতি
উপায়হীন! তোমাতেই খোঁজে তাই চির মুক্তি
ভেঙে দাও, ভেঙে দাও,ভেঙে দাও হে রুদ্রপতি
পাশুপাতীয় তেজে আসুক জগতের নিষ্কৃতি!
© অনুপম