মস্ত বড় ভুল
বাহির পানে চেয়ে চেয়ে
আপন মনের নৌকা বেয়ে
কত নদী সাগর বন বনান্তর
ঘুরি ফিরি নিরন্তর,
শুধুই তোমার খোঁজে—-
চলি পথ অনিবার, ওহে বিশ্বকারিগর।
ভেবছিলুম যাত্রা পথের শেষে
তোমার দেখা পেয়ে ফিরবো দেশে
কিন্তু তুমি করোনি গ্রহন আমার পূজার ফুল
হঠাৎ তাই বুঝতে পারি
করেছি আমি মস্ত বড় ভুল—
চোখের পাতায় দেখবো বলে
মনের পাতায় আঁকিনি তোমার ছবি
তাইতো তুমি অস্ত গেলে
আমার প্রাণের রবি।
© অনুপম