হে রমণী, গর্জে ওঠো এবার
অনেক তো হলো ঘোমটার আড়ালে থাকা
সময় এসেছে, খড়্গ নিয়ে বেরিয়ে পড়ো পথে
বিচার নেইকো সোজা পথে,এ পথ বড়ই বাঁকা।
অগ্নিপিন্ড হয়ে জন্ম নিও
লালায়িত জিভ পুরিয়ে দিয়ে করোগো ধূলিস্যাৎ
বাতির আলো জ্বালিয়ে রাজপথে
দখল করো আজ বিচারের রাত।
সাহস দেখাও দূর করে কোমলতা
তোমরা নারী, তোমরা সবই পারো
ধরার বুকে নরখাদকের জন্ম হলে পরে,
তোমরা তাকে অবলীলায় ধ্বংস করতে পারো।
তোমরা নারী করুণাময়ী রুদ্রানী, মহিষাসুরমর্দিনী তোমরা অনন্যা,
তোমরা হলে শক্তিশালী,
তোমরা অগ্নিকন্যা ।