নদীর পাড়ে দাঁড়িয়ে আছি
আজকে সন্ধাবেলা,
মনোহর দৃশ্য যেন,দেখছি
নদীর জলের খেলা।
পাহাড় কোলে সূর্য্যি মামা
অস্ত গেল ডুবি,
প্রকৃতির সোভা জ্যোস্নার আলো
মেতে উঠেছেন কবি।
পক্ষিরা সব দলে দলে
যাচ্ছে ফিরে বাসায়,
মনের মানুষ অন্তরে তার
আপন ভালবাসায় ।
তারার আলো মিটমিটানি
চাঁদের ছোয়া হাঁসি,
রাতের আলোর সূচনালগ্নে
বাজুক কানার বাঁশি।
অশুভ শক্তি দূর হয়ে যাক
জ্বলুক জ্ঞানের আলো,
রাত্রী ঘুচে উদিত প্রভাত
লক্ষের দ্বীপ জ্বালো।।