বৃষ্টিতে ভেজা গাছের ছায়াতে আমি দেখেছি তোমার রূপ,
ভেজা মাটিতে এঁকেছি তোমার গোলাপি ঠোঁট,কোমল কোমর,
একটা উলঙ্গতার পরিচয়।
শুধু আমিই দেখেছি,পাশে চড়া গাভির দল তাদের সব মনটুকু ঢেলে দিয়েছিল সবুজ ঘাসে।
আমোষ প্রেম মাখছিল পড়ন্ত গধূলী বেলা....
আমার পাশদিয়ে দুরন্ত ছেলের দল তাচ্ছিল্যের কালো ধোঁয়া উড়িয়ে চলে যায়।
বট গাছের তলায় তখনও বসে গান ধরেছে বাউল।
একটাই শব্দ কানে ধাক্কা দিতে থাকে--"তুমি উন্মাদ পাগল"
তখনও সমগ্র আকাশ তোমার উলঙ্গ শরীর স্পর্শ করবার আশায় ।
আমি বনপাখি দের ডিম ঢাকা দেওয়া দেখছি আর শিখছি তোমাকে আগলাবার মন্ত্র।
অনিমা বৌদি আটপৌরে শাড়ি পড়ে সন্ধ্যার প্রদীপ জ্বালছে।
যেমন করে আমি তোমাকে জ্বেলেছি আমার মাঝে।
তোমার চোখে চোখ রেখে এক অফুরন্ত আলিঙ্গন,
ভিজে গাছটা আমাকে ধরেছে জড়িয়ে।
বাদুড় আর পেঁচার ডাকে আমি ফিরেছি এখানে...
যেখানে লাজুক মেয়েটি "ধুর"বলে ফিরে গিয়েছে নিজের কাজে।