বিকেল মানে সকল পরিশ্রমের সামান্য অবসান
সূর্যও মেঘের কোলে হয় লুকায়িত ,
কলকারখানার ধোয়া আর উড়ে না।
হজারো মন খারাপের ভিড় থেকে বেরিয়ে এসে
শুধু এক কাপ চা নিয়ে পুকুর পাড়ে এসে বসা
সঙ্গে বাতাস বয়ে চলার শোঁ শোঁ গান
এজন্যই আমার বিকেল অন্বষা।
আমি খুঁজি সেই বিকেল
যখন আকাশ গোধুলির সাত রঙে সেজেছিল
আর এই পুকুর পাড়ে ছিল সেই নিম গাছ..মনে পড়ে?
নিম ফুল গুলো তোমাকে সাজিয়ে তুলতো!
তুমি বলতে এগুলোই নাকি তোমার গহনা।
আর হ্যাঁ,সেই নবীনতলার মাঠের কথা মনে পড়ে?
সেখানে এমনই কোনো বিকেলে দেখা হয়েছিল
তোমার আমার।আমার তোমার গায়ে সেদিন
বৃষ্টিও চুম্বন অঙ্কন করেছিল।
আজও আছে সেই সোনালী মাঠ,নিমতলার পুকুর ঘাট
নেই নিমগাছটি।আমার কাছে নেই তুমিও
শুধু নাম হয়েই রয়ে গেছে।.......বিকেল বেলা।
হয়তো এটাই ছিল শেষের শুরু।