সেদিন আকাশে সূর্যের আলো খেলে বেড়াত
আজ সমগ্র আকাশ মুখ ভার করে আছে।
পাখিদের মধ্যে সাম্যতাও নষ্ট হয়ে গেছে
নদী আর বিপ্লবী গান গায় না।
প্রতিটি গাছের ফল আজ যেন তিক্ত
ফুলের পাপড়িতে তাজা রক্তের ছাপ..
ঘরের কোণে রাখা ভাঙা ফুলদানিটা আর টিকসই করতে চাই না।
সবই পরিবর্তন হয়েছে....
ধোঁয়াশার ছাপ থেকে রেহাই পায়নি ভাঙা আয়না।
অস্পষ্ট মুখ গুলো টাঙানো দেওয়ালে
কোনো কাজে লাগেনা আজকাল
মাকড়সায় ক্রমশ জাল বিচাচ্ছে... সন্দেহের কলসে উপচে পড়ছে জল।
সেই পূরাতন ছবিটা আজ আর নেই।।