“পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তপঃ।
পিতাহি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা।
---সংগৃহিত।
আমি দেখেছি পিতা,তোমার নয়নে দীপ্ত আলোক মায়া
শৈশব থেকে অদ্য অবধি পেয়েছি স্নেহের ছায়া।
দিবস কিংবা প্রগাঢ় রজনী,যখনই এসেছে আপদ রাত
তুমি আমার শীর্ষে রেখেছ পরম প্রীতির হাত।
মেঘলা আকাশের সূর্য তুমি,তুমি ঞ্জানের আলো
আমার জীবন গড়তে তুমি একশো প্রদীপ জ্বালো।
হাজার কষ্ট সহন করেও দেখাও মুখের হাসি
কষ্টের হাসি নহে পিতা,আমি তোমায় ভালোবাসি।
আমি তোমার চরণে চাহিগো পিতা,একবার দিও ঠাই
তোমার চরণ মন্দির,ইহ মন্দির আর বিশ্বভূবনে নাই।
তুমিই আমার পরম গুরু,তুমিই জন্ম দাতা
ঈশ্বর তুমি ব্রহ্ম তুমি তুমিই মোর বিধাতা।
হৃদপিন্ডকে তুমি দাওনি বক্ষে দিয়েছো মোদের স্থান
"পিতার বক্ষে রেখেছ মোরে..." গাইছি এ জয় গান।