অগ্নিশিখার দীপ্ত আলো
তোমার-আমার প্রাণে জ্বালো
ঘুচিবে অন্ধকার।
মিথ্যাকে আর আশ্রয় নয়
সত্যি বলতে করবো না ভয়
করছি অঙ্গীকার।
আকাশ ভুলের এক‌ই সমা.....(সমাধান)
উদার মনের বাণী "ক্ষমা"
যুদ্ধ হবে শেষ।
আমরা সকলে হবো সহচরা
ভেঙে বিদ্বেষ গ্রন্থনে মোরা
নব যুগের দেশ।
থাকিবে মাতৃকার মুখে হাসি
যেথা থাকিবে ভালোবাসা-বাসি
থাকিবেনা কোনো দুঃখ কিংবা ক্লেশ।
ধর্মের নামে কেনরে খেলা ?
এদেশ যে মোর মিলন মেলা
কেনরে তবে রক্তের ছারখার।
সত্যি বলো, ক্ষমা করো
ধর্মের বেড়াজাল কে ডরো
এটাই মোদের নব যুগের অঙ্গীকার ।