মায়া আবৃত পৃথিবীর মগডালে ঝুলছি আজকাল।
কৃষ্ণবর্ণ হয়েছে আকাশের রূপ।
অস্রুবৃষ্টিতে ভিজিয়ে নিয়েছি সারা শরীর।রঙচঙে বস্ত্র পরিবর্তন করবো মাত্র।
আর জলধারা দিয়ে‌ই ভাসিয়ে দেব জীবন পথের চোরাবালি।
আটকে গেছে পা,হাঁটু,সর্বাঙ্গ।চড়ুইয়ের মতো উড়ে যেতে চাই।
এর ই মাঝে দূর থেকে ভেসে আসে নীরব অসুখের ঘ্রাণ ।
নীরবতার আড়ালের এক প্রলয়ের দুন্দভি।