প্রাণের ভীতি দূর করে দাও
সাহস জোগাও মনে,
জীবন করো অগ্নিশিখা
জ্বলুক সারাক্ষনে।
আমাদের পথ নেই কোনো আর
বাজুক রন ধ্বনী,
চির দিনের মতো নিশ্চুপ তারা(শহিদ)
আপন চিত্তে শব দেহ গুনি।
ঘুমোবে কতো ওঠো হে!সমাজ
দেখ!উদিত নতুন ঊষা,
এই সেই ক্ষণ,হাতে হাত রাখো
ভোলো নিজেদের মধ্যে গোসা।
রক্ত জমাট,সখের দেহ
ছিটিয়ে রয়েছে পথে,
বন্দুকের গুলি,ছুরি বা বিশ্বাস ঘাতকতা
সৃষ্ট অনন্ত ক্ষতে।
শপথ করো,প্রাণ যাই যাক
বাঁচাবো মোদের দেশ,
দেশের পায়ে ঢালিব রক্ত
তাতে নাহিকো দুঃখ ক্লেশ।
জাগো জাগো জাগো ঘুমিয়ো না আর
করি গো আহ্বান,
বেড়াজাল ভেঙে বিভেদ ভুলে
গাও সত্যের জয়গান।