জাগো তরুণ,জাগো নবীন
‌প্রবুদ্ধ হতে কিসের ভয়?
মানব রূপে জন্মেছি মোরা
যুদ্ধ করবো জয়।
জীবন যুদ্ধের শক্ত  বন্ধন
‌আর পিছিয়ে নয়,
নিজের প্রতি আস্থা রাখো
যুদ্ধ হবে জয়।
সে তো ছিলো অতীত,সেদিন
রক্ত ভুবনময়,
এখন তো আর নয় পিছিয়ে
যুদ্ধ করবো জয়।
ঝড়ের বেগে তান্ডবেতে
বিধ্বংসী বিপূল শত্রু দল,
তাদের অত্যাচারে তুমি হত
পলক্ষারে রাঙিয়ে দিলে পদতল।
অরি যখন তন্ড নৃত্যে
জন্মদাতার বুকে ভয়,
এখন মোরা সবল হয়েছি
আর উৎপিরণ সহ্য নয়।।



.