বিষণ্ন আকাশে যুবতীর চিৎকার
থেকে থেকে নৃশংস হায়নার ডাক
অন্ধকারের ভিড়ে যুবতীকে ঘিরে..."ছিঃ"
"পারবেনা চিনতে মোদের যেখানে যাবে ওরা যাক"।
হায়নার কেনা আছে পুলিশ আর মন্ত্রী
হাইকোর্ট,সুপ্রিম ওদের পকেটে সব,
পাবোনা চাইলে বিচার ছিনিয়ে নিতে হবে..
করিতেছি রাজপথে মিছে কলরব।
হস্তে অগ্নি নিশান, বাজাবো প্রলয় বিষাণ
পায়ে পায়ে অদম্য জেদ,
আমারো মা-বোন আছে,ধর্ষিতা হয় পাছে
নেমেছি রাস্তায় মেটাবো বুকে জমা খেদ।
হুঙ্কার ছাড়ো তুমি কাপুরুষের বিরুদ্ধে
তুমি রণে মত্ত গজেন্দ্র হেন,
হায়নার ফাঁসি চাই রমণীর মুখে হাসি চাই
হায়নার দল নিস্তার পায়না যেন।