(অত্যাচারীর কোনো ক্ষমা হবে না/বিচার চেয়েছে তিলোত্তমা)
[গান]
দেওয়ালে পিঠ ঠেকেছে মোদের
আর কত যাতনা?
এসেছে সময় বিচার চাওয়ার
মাঝপথে থেমো না।
থেমো না মাঝপথে থেমো না........
উড়িছে নিশান বাজিছে বিষান
জেগেছে জনগণ,
এতদিন মোরা পিছু-পা হেঁটেছি
এবার মোদের সদম্ভ আম্ফালন।
থেমো না মাঝ পথে থেমো না.....
আন্দোলনের শিরদাঁড়াটা হয়েছে এবার সোজা
সময় এসেছে চিৎকার করে বিচারের বাণী খোঁজা।
মাঝপথে যদি আসেতো আসুক যত ব্যথা বেদনা
বিচারের বাণী নিভৃতে কাঁদিছে মাঝপথে থেমো না।
থেমো না মাঝপথে থেমো না.....
দেওয়ালে পিঠ ঠেকেছে মোদের
আর কত যাতনা?
এসেছে সময় বিচার চাওয়ার
মাঝপথে থেমো না।
অত্যাচার বা মুণ্ডচ্ছেদন,লাগুক জরিমানা
বিচারের দাবিতে হয়েছি মত্ত দমিত হবো না।
থেমো না মাঝ পথে থেমো না.....
এপথ মোদের দেখিয়ে গিয়েছে
দৈবী তিলোত্তমা,
এসেছে সময় বিচার চাওয়ায়
মাঝপথে থেমো না।
থেমো না মাঝ পথে থেমো না....।