ইচ্ছে করে গাঙচিলের মতো
‌উড়ে বেড়ায় নদীর পানে চেয়ে,
ইচ্ছে করে জোয়ার জল হয়ে
‌নদীর পাড়ে ‌যাই আমি যাই ধে‌বয়ে।

ইচ্ছে করে বসন্তের কোকিল হয়ে
গায় সারাদিন মিষ্টি মধুর গান,
ইচ্ছে করে মুক্ত বাতাস হয়ে
শীতল করি ঘর্মাক্ত শ্রমিকের প্রাণ।

ইচ্ছে করে ঘাস ফড়িংয়ের মতো
সারাটা দিন সবুজ ঘাসে থাকি,
ইচ্ছে করে সন্ধ্যা তারা হয়ে
বলি-"এখনো রাত্রী হতে বাকি"।

ইচ্ছে করে বট গাছের'ই মতো
হবো আমি পথিক জনের ছাতা,
ইচ্ছে করে যুগান্ত কবি হয়ে
পূর্ণ করি কবিতা লেখার খাতা।

ইচ্ছে যে হয় আবার ফিরে যেতে
ছেলেবেলার ‌শিশুদের ওই ভিড়,
ইচ্ছে করে ‌অন্যের হাসি হতে
অপূর্ণ হ‌পাওয়া অনেক ইচ্ছা ঘিরে।