নিজের ডানা দুটি আকাশে ছড়িয়ে উড়ে চলেছো তুমি
কিন্তু কেন আজ ছড়াতে পারছো তা ভেবেও দেখনি।
পায়ে পড়ানো শিকল,লোহার বেড়ি সব‌ই...সব‌ই লুপ্ত।
কিন্তু কেন লুপ্ত তা কি ভেবে দেখেছো?
চাবুকের দাগ আর কারোর পিঠে লাল হয়ে ফুটে ওঠে না ;
কেউ আর লবণ বা গ্যাবেলা,জিজিয়া,এমন কি স্তন কর চাইতে আসে না।
কিন্তু কেন আসে না,কোনো দিনও একবারের জন্য তো ভেবেও দেখনি।
হ্যাঁ,এখন আমরা স্বাধীন....কিন্তু কি করে হলাম?
স্বাধীন শব্দটা ব্যবহার করি কেন?
উত্তর একটাই,এর বিপরীত শব্দ পরাধীনতার জন্য।
হ্যাঁ,বিপরীত শব্দটি আছে বলেই এর মূল্য অপরিসীম।

স্বাধীনতা দিবস মানে এক আনন্দের দিন।
কিন্তু ঠিক কতটা আনন্দের তা বুঝতে কেটে গেছে শতাব্দীর পর শতাব্দী।
বুঝতে পারিনি। এখনো....তাইতো মাদকদ্রব্য,মাংসে,আনন্দে,হইহুল্লোড়ে কাটিয়ে দিই দিনটা।
আর দুর্বল হতে থাকি ক্রমশ।
আর একগুচ্ছ প্রশ্নকে তোয়াক্কা না করেই
ভাবি আমরা স্বাধীন।
তুমিও স্বাধীন .........