গাছের তলে ছায়া আছে সোঁত নদীর জলে –
সেই না সোঁতে এসো বন্ধু ব’স তরুতলে॥
------নজরুল
ওহে রাখাল বন্ধু এদিকে এসে ব'স বৃক্ষ কোলে
মলয় বাতাস,বৃক্ষ ছায়া বিরামের গল্প বলে।
দূর হতে ওই নদীর স্রোতে সুখ যদি আসে ভেসে
আমি আবার জন্ম নেব শীতল তরুর দেশে।
বৃক্ষ আমার হাতছানি দেয় মেঘবালিকা কে ডাকে
আমি গেলে সে আমায় আদরে আগলে রাখে।
দহন জ্বালার আগুন ছেড়ে তুমিও সেথায় যাবে
বৃষ্টি ভেজা দখিনা বাতাস ও বিটপীর আদর পাবে।
বৃক্ষ আমার খেয়াল রাখে পথিকের ছাতা হয়ে
তরুর আদর সোনায় সোহাগ,বাতাসেতে যায় বয়ে।।