অপরাধের কলস থেকে তরল অন্ধকার গড়িয়ে এসেছে
জমা হয়েছে এ শহরের রাজপথের প্রতিটা মোড়ে।
অপরাধীর ছোঁয়ায় ক্রমশ তা জমাট বাঁধছে।
তাইতো...তাইতো আজ বীরঙ্গনাদের পথে হাঁটতে হচ্ছে বাতি হাতে
একটু আলো ছড়িয়ে দেওয়ার জন্য।
স্বাধীনতার শহরেও চিৎকার করতে হচ্ছে We want justice.
এ অন্ধকার কি কাটবে কোনোদিনো?হায় ভগবান!
জীভ আটকে যাচ্ছে বলতে গিয়ে "এটা আমার শহর"।