অবসান থেকে মুক্তির আবহাওয়ায়
কে কোন দিকে যে যায় বোঝা মুশকিল ,
কখন যে আলোড়ন জাগে, আর
কখন ঝড় থামিয়ে দেয় শান্ত হাওয়া
চেষ্টা করেও ব্যর্থ হয়ে ওঠে মীমাংসা ।
ওদিকে পণবন্দী আত্মরক্ষা ...
সুযোগ বুঝে শেয়াল-শাবক হতে বলে আত্মা ?
নতুন সংস্করণ এলে পরবর্তীও আসবে
হতাশায় থাকে কাজ কিছু
যে যার মতো আছো , থাকো ।
যে যার মতো হতে চাও , হও ।
শুধু মনে করে ভালোবাসা রেখো হৃদয়ে ,
ওটা ভুলে গেলে সব বানচাল হয়ে যাবে ;
পরিবর্তে বিষণ্ণতার জন্য জয়ে প্রস্তুত থেকো ,
থেকো , মানুষের পাশে ...