হৃদয় নকল  
গুমোট গরম  
মেঘান্ধকার

রাগ ভর্তি কমণ্ডলু ছিটিয়ে বারি
দেখাবো তোকে কেমন ছিলাম
আশায় বিকার ।

সেই জলই শাপ ছড়াল প্রেমের খাদে
শরীরে খাই ছোবল-কামড় বিষের দাঁতে ।

প্রতিকূলে তুইও ছিলিস গণিত খেয়াল -
বুঝেও আমি অবুঝ ছিলাম ,
অবুঝ ছিলাম কথার খেলাপ -
বন্দী পাখী উড়িয়ে দিলি ...  

সিঁথির সিঁদুর
গলায় মালা
কথার কেলি !  

যাক তবুও যাচ্ছে যখন সময় আমার ,
সময় আমার শীতকাতুরে ওমের ছোঁয়ায় ;
হৃদয় নকল , গুমোট গরম কেটে গিয়ে
সময় আমার কাটছে ভালোই
স্মৃতির কোয়ায় ।

সবই এখন ঝড়-বৃষ্টির পরের কথা ,
সোঁদা গন্ধে স্নিগ্ধ সবুজ আশা নিয়ে
ডুবন্ত-মন লাল-সূর্য ,
কালের ভোরে আবার তোকে সঙ্গে পাবো ।

তুই ভালো কী আমি খারাপ -
পৃথিবীর কি যায় আসে যায় ,  
দেখা হবার স্বপ্ন নিয়ে
কাল-জীবনের সূর্য ঘুমায় ।