একাকী আগুন নিয়ে খেলায়
ব্যবহার স্বাদ আনে গন্ধের মতো ,
সূর্য উঠলে তাই রাত অবনত
কুয়াশা আঁধার দিয়ে চলা অবিরত ।
যেমন স্নিগ্ধময় পোড়া রুটি মুখ
বন্ধন কাষ্ঠের ধোঁয়াটে অসুখ
তেমন হাটেই হাঁড়ি ভেঙেছিল বুক ,
সবুজের কুণ্ডে পুড়েছে অমুক ।
একাকী আগুন তাই অধীর নিগম ,
নেউলের সন্তান রাতচোরা ভয় ;
বিস্ময়ে বোকা বনে পৃথিবীর চাঁদ -
জ্যোৎস্নার দোলনায় লীলা সংবাদ ।
আবছায়া সম্ভব সিঁড়ি অভিনয়
প্রত্যাশা পূরণের নম্র বিভূঁই ;
শ্রেয় কোন শোভনের গালা মতবাদ -
সড়ে যাওয়া দাওয়াইয়ে কিরণ বিবাদ ।
পোড়া পোড়া গন্ধের উপচানো দিল
নজরানা বন্ধন সুখের অমিল ,
রাবারের টান রুপী জীবন শীতল
একাকী আগুন নিয়ে খেলায় সামিল ,
ধানাই পানাই করে গোখরোর বিল ।
বসন্ত রোগীদের ছোঁয়ান আঙুল -
মরচেটা ছাড়ালেই সের সের আঁশ ;
একাকী আগুন চেনে লোহা-নিশ্বাস ।
অনুতাপ , সন্তাপ - সবুজের রেশ ,
প্রাগৈতিহাসিক বিড়ি ফুঁকে যায় বেশ !
সাত-ভাই চম্পার মায়া ঘন কেশ ;
সাঁড়াশিতে নামালাম ফুটন্ত দেশ ,
আত্মজ পোষাকের বৈশালী দেশ ।
চাহিদার মই চড়ে সাপের মুখোশ ।
একাকী আগুন তবু নিজে মগ্ন ,
মগ্নতা ; সাবলীল ধ্যানে মগ্ন ।